Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

শিশু পরিবারে নিবাসী ভর্তির নিয়ম ও পদ্ধতিঃ

 

শিশু পরিবারে ০৬ বছর হতে ০৯ বছর বয়সী দরিদ্র পরিবারের এতিম ছেলেমেয়েরা ভর্তির যোগ্য। এতিম ছেলে মেয়ে বলতে তাদের বোঝায়, যারা পিতৃহীন বা মাতৃ-পিতৃহীন। শিশু পরিবারে ভর্তির জন্য শিশুর অভিভাবক কর্তৃক নির্ধারিত ফরম পূরণ করে শিশু পরিবারের তত্ত্বাবধায়ক/উপ-তত্ত্বাবধায়কের নিকট দাখিল করবেন।

 

নির্ধারিত আবেদন পত্রের সাথে নিম্নোক্ত কাগজপত্র/সনদ পত্র সংযুক্ত আবশ্যকঃ

 

  1. ভর্তি ইচ্ছুক নিবাসীর পাসপোর্ট সাইজের ফটো- ০২ (দুই) কপি।
  2. ভর্তি ইচ্ছুক নিবাসীর পৌর মেয়র/ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রদেয় জন্ম নিবন্ধন সনদ।
  3. ভর্তি ইচ্ছুক নিবাসীর পৌর মেয়র/ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রদেয় পিতা/মাতার মৃত্যুর সনদ।

 

·         সরকারি শিশু পরিবারে এতিম শিশু প্রতিপালন ও পুনর্বাসন কার্যক্রমঃশিশু পরিবারেভর্তির জন্য আবেদনপত্র প্রাপ্তির পর আসন খালি থাকা সাপেক্ষে ১ (এক) মাসেরমধ্যে ৬ (ছয়) থেকে ৯ (নয়) বছর বয়সী এতিম  অর্থাপিতৃহীন বা পিতৃ মাতৃহীনদরিদ্র শিশুকে সংশ্লিষ্ট কমিটির মাধ্যমে ভর্তি প্রক্রিয়া চূড়ান্তকরণশিশুরবয়স ১৮ (আঠার) বছর  পর্যন্ত বিভিন্ন সরকারী খরচে আবাসিক থাকা ও খাওয়া এবংএলখাপড়াসহ সব ধরনের সুবিধা প্রদানঅনুর্ধ ১৮ (আঠার) বছর বয়স পর্যন্ত এতিমশিশুদের প্রতিপালনপারিবারিক পরিবেশে স্নেহ ভালবাসা ও আদর-যত্নের সাথেএতিম শিশুদের লালন পালনশিক্ষা ও বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদাননিবাসীদেরশারীরিক, বুদ্ধিবৃত্তিই ও মানবিক উকর্ষ সাধন।  পুর্নবাসন ও স্বনির্ভরতাঅর্জনের লক্ষ্যে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা